ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আমি শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করবো: আনিস আলমগীর

প্রকাশিত: ১৯:৩৯, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৯, ৪ মার্চ ২০২৫

আমি শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করবো: আনিস আলমগীর

ছবিঃ সংগৃহীত

বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, আমি শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করবো।

উপস্থাপকের প্রশ্ন ছিল, আওয়ামী লীগ কি তার অবস্থানটা বুঝতে পেরেছে যে, ৫ই আগস্ট তাদের পতন হলো, কী কারণে পতন হলো?

আনিস আলমগীর বলেন, আমার মনে হয় না তারা বুঝতে পেরেছে, আপনি যদি ওই তর্কে যান আমার মনে হয় বুঝে নাই। কারণ, শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তার যে ধরন তাতে মনে হয় না তাদের কোন রিগ্রেট ফিল আছে। 

পরে প্রশ্ন করা হয়, তাহলে তারা কি ফিরে আসার আশা রাখে কিনা?

জবাবে সাংবাদিক আনিস বলেন, আমি শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করবো৷ উনি যেই অপকর্ম করে গেছেন, তাতে তিনি আর রাজনীতি করার অধিকার রাখে না। রাজনৈতিক দলগুলোর শর্ত আছে যে গণতন্ত্র চর্চা করবে। আমাদের নির্বাচন কমিশন আছে, তাদের কিছু নিয়মনীতি আছে। সেই অনুযায়ী যদি আওয়ামী লীগ একটা স্বৈরতান্ত্রিক দল হিসেবে থাকে, আর সেই দল হাসিনার পুতুল হয়ে থাকবে নাকি শেখ পরিবারের সম্পত্তি হিসেবে থেকে সেই দলকে নির্বাচন করতে দিবে। নির্বাচন কমিশন দিবে কি দিবে না সেই ক্ষমতা তাদের আছে। 

তিনি আরো বলেন, আমি বলছি রাজনৈতিক দল হিসেবে তারা যদি বিশুদ্ধভাবে নির্বাচনে আসতে চায় ক্ষমা চেয়ে বা অন্যভাবে এতে ইনক্লুসিভ ভাবে রাষ্ট্র এগিয়ে থাকবে। আমরা বিভেদের রাজনীতি করে দেশকে পিছিয়ে দিচ্ছি কিনা সেটা দেখতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে কৌশলগতভাবে করতে হবে।

 

সূত্রঃ https://youtu.be/qI9_w7u4Ies?si=gL0BUiQ-26GeimDJ

রিফাত

×