ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সারজিস আলম

অন্তবর্তিকালীন সরকারের আমলেই হাসিনাকে ফাঁসির মঞ্চে আনতে হবে

প্রকাশিত: ১৮:৫৩, ৪ মার্চ ২০২৫

অন্তবর্তিকালীন সরকারের আমলেই হাসিনাকে ফাঁসির মঞ্চে আনতে হবে

ছবিঃ সংগৃহীত

সারজিস আলম দাবি করেছেন যে, "দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ নয়, এই বিচার অন্তবর্তিকালীন সরকারের সময়েই করতে হবে।" আলম আরও বলেন, "যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি, ততদিন দেশের জনগণ যেন ভুলেও আগামী নির্বাচনের কথা না বলে।"

এছাড়া, তিনি এই সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে নিয়ে আসতে হবে।"

তথ্যসূত্রঃ https://youtube.com/shorts/mMMw1C38gcw?si=2Wpvo33GTINOJCXu

মারিয়া

×