ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামেের সাতকানিয়ায় গণপিটুনিতে দুইজন নিহত

প্রকাশিত: ১৮:১৩, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৫০, ৪ মার্চ ২০২৫

চট্টগ্রামেের সাতকানিয়ায় গণপিটুনিতে দুইজন নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

নিহত দুই ব্যক্তি হলেন কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা মো. নেজাম উদ্দিন ও আবু সালেক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বলে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন অনেকে।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলামের বরাতে জানা যায়, নিহতরা অটোরিকশা নিয়ে ছনখোলা গ্রামে গেলে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী তাদের ঘিরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের৷

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিহতরা দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা এলাকায় ফিরে আসেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, "নিহতদের মধ্যে সালেকের বিরুদ্ধে দুটি হত্যাসহ পাঁচটি মামলা আছে। আর নেজামের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"

 

সূত্র: https://tinyurl.com/38bx3ssu

রাকিব

×