ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এবার কাকে জয় বাংলা করতে চায় পিনাকী?

প্রকাশিত: ১৮:০৭, ৪ মার্চ ২০২৫

এবার কাকে জয় বাংলা করতে চায় পিনাকী?

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক পিনাকি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং তার কিছু বিতর্কিত রাজনৈতিক সংযোগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। পিনাকি দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর দেশ-বিদেশ থেকে তাকে বহু ফোন কল এসেছে, যারা তার বক্তব্যে সমর্থন জানিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষভাবে, তিনি জসীম উদ্দিনের "জয় বাংলা" স্লোগানকে সমর্থন করার অভিযোগ তোলেন, যা তার মতে দেশের গণতান্ত্রিক এবং কূটনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

পিনাকি আরও সাবেক কিছু কূটনীতিকদের নিয়ে কথা বলেন, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপদে পুনরায় নিযুক্ত হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, এমন ব্যক্তিরা, যাদের পেশাদারি দক্ষতা কম এবং যারা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন, তাদের উচ্চ পদে আসা উচিত নয়। তিনি জানান, যদিও জসীম উদ্দিন "জয় বাংলা" স্লোগান সমর্থন করছেন, তার মানে এই নয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বয়স্ক বা অদক্ষ ব্যক্তিদের সুযোগ দিতে হবে।

পিনাকি আরও বলেন, সরকারের জন্য একজন পেশাদার, দক্ষ এবং কর্মঠ পররাষ্ট্র সচিবের প্রয়োজন, যে সরকারের বৈধতা, জিওপলিটিক্যাল সম্পর্ক এবং জুলাই বিপ্লবের বৈশ্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য কাজ করবে। তিনি এই বিষয়টি পরিষ্কার করেন যে, রাজনৈতিক স্বার্থের চেয়ে পেশাদারি ও দক্ষতা গুরুত্বপূর্ণ।

পিনাকি তার বক্তব্যে ইউনুস স্যারের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন এবং তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের কার্যক্রমে বিশ্বাস রাখার কথা জানান।

শেষে, পিনাকি জনগণের শক্তির প্রতি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন এবং সরকারের কাছে জনগণের দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/19zqGufvD3/

মারিয়া

×