
ছবি: সংগৃহীত
এবার রমজানের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। জানা গেছে, প্রথম পনেরো রোজা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ইফতার বিতরণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেন, "আমাদের আমাদের সম্পদ মূলত সাবেকরাই। আর আমাদের বর্তমান ম্যান-পাওয়াররা কাজ করে, সাবেক ম্যান-পাওয়াররা তাদের সহযোগিতা করে। আমিও সাবেক হয়ে গেলে বর্তমানদেরকে হেল্প করব। আমাদের সংগঠনের সিস্টেমটা এরকমই।"
১৯৭৭ সাল থেকে কার্যক্রম শুরু করা শিবিরের অ্যালামনাই প্রসঙ্গে তিনি আরও বলেন, "বাংলাদেশে ছাত্রশিবিরের মতো দ্বিতীয় কোনো পাওয়া যাবে না, যেখানে একদম শুরু থেকে এখন পর্যন্ত সকল অ্যালামনাই কানেক্টেড। ছাত্রশিবিরের একমাত্র ব্যতিক্রম হচ্ছে, রানিং ম্যান-পাওয়াররা সকল অ্যালামনাই এর সাথে অলওয়েজ কানেক্টেড থাকে।"
ঢাবি শিবির সভাপতি আরও জানান, সংগঠনের কর্মী, সাথী ও সদস্যদের ছাত্রজীবন শেষ হলে কর্মজীবনে গিয়েও তারা সংগঠনের সাথে কানেক্টেড থাকেন। উদাহরণ দিতে গিয়ে নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার ৩০-৪০ বছর পরেও চাইবো যে আমার ইনকাম থেকে সংগঠনকে আমি একটু কো-অপারেট করি। এভাবে করে সাবেক সকল অ্যালামনাই সংগঠনের সাথে কানেক্টেড থাকেন এবং এই কানেক্টেড থাকার বড় একটা ফিচার হলো, একটা ট্রান্সপারেন্সি থাকে। এখানে কেউই নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে।"
সূত্র: https://tinyurl.com/bdfs32df
রাকিব