
ছবি: সংগৃহীত
পোশাক কারখানার খবরের ভিড়ে আরো বড় এবং ভালো খবর চাপা পড়ে আছে। তা হলো বিশ্বের প্রথম পরিবেশবান্ধব টেক্সটাইল মিলটি বাংলাদেশে। লিড প্লাটিনাম ক্যাটাগরিতে সবচেয়ে বেশি স্কোর পাওয়া এই মিলটি হল নারায়ণগঞ্জের আড়াই হাজারের মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ।
ইউএসজিবিসির মানদণ্ডের ১১০ পয়েন্টের মধ্যে ৯৫ পেয়ে ২০১৭ সালে সনদ পাওয়া মিলটি এখন বিশ্বের শীর্ষ সাত কারখানার শীর্ষে। আর এই স্থাপনার পেছনে আছে উদ্যোক্তার মায়ের আদর্শের অনুপ্রেরণা।
নারায়ণগঞ্জের আড়াই হাজারের খানপাড়ায় ৪৬ বিঘা জমিতে মিথিলা গ্রুপের এই টেক্সটাইল মিল। পরিবেশ সুরক্ষায় মূল স্থাপনার বাইরে ৪৮ শতাংশ জমিতে রাখা হয়েছে চলাচলের রাস্তা, পুকুর, বাগান। বিশ্বের প্রথম পরিবেশবান্ধব টেক্সটাইল মিলটির মেঝে তৈরি হয়েছে উত্তাপ শোষণকারী মার্বেলে। বিদ্যুৎ সাশ্রয়ে বাতির পরিবর্তে কারখানার চাল দিয়ে আনা হচ্ছে সূর্যের আলো।
মিথিলা টেক্সটাইলের উদ্যোক্তা বলছেন মানব সেবায় মায়ের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে নিজ গ্রামে স্থাপন করেছেন পরিবেশবান্ধব এই টেক্সটাইল মিল। তিনি বলেন, "মানুষের উপকারের জন্য কাজ করতে গিয়ে আমি এই পরিবেশকে ক্ষতি করে আমি কেন কাজ করব। ওই চিন্তাধারা থেকে আমাদের গ্রীন কনসেপ্ট, গ্রীন ফ্যাক্টরি করা।"
আবীর