ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

কোটার আইডিয়া যাদের মাথা থেকে এসেছিল, তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিৎ

প্রকাশিত: ১৭:০৪, ৪ মার্চ ২০২৫

কোটার আইডিয়া যাদের মাথা থেকে এসেছিল, তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিৎ

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সন্তানদের জন্য মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ভর্তির ক্ষেত্রে যেই ৫ শতাংশ কোটা চালুর নির্দেশনা দেওয়া হয়েছিলো, সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিবাদটা কাজে লেগেছে। দেরিতে হলেও বুঝতে পারার জন্য ধন্যবাদ সরকারকে। একইসাথে যাদের মাথা দিয়ে এই আইডিয়া বের হয়েছিলো, তাদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিৎ।

রিফাত

×