ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সরকারের নাম গ্রামীণ-অধিকার রাখার কথা কেন বললেন সায়ের?

প্রকাশিত: ১৬:৫৮, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১৭:০৪, ৪ মার্চ ২০২৫

সরকারের নাম গ্রামীণ-অধিকার রাখার কথা কেন বললেন সায়ের?

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে ছোটন এন্ড কোং এর অভিযান চলমান। মানবাধিকার সংস্থা অধিকারের প্রেসিডেন্ট সি আর আবরারকে উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকারে তাদের অবস্থান আরো পোক্ত করলো এই দুরভিসন্ধিমূলক গ‍্যাং। 

তিনি আরো বলেন, আরেকটা কাজ কিন্তু করাই যায়, সরকারের নামটা বদলাইয়া গ্রামীণ-অধিকার রাইখা ফেলেন। শুভ্র-সিআর আবরার আর ওদিকে গ্রামীণ পরিবার তো আছেই।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1BHfE9maJd/

মারিয়া

×