
ছবি: সংগৃহীত
সম্প্রতি স্বৈরাচার হাসিনার পুরনো একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। তিনি বলেছিলেন, বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বানান। খুব ভাল হয়। সেই বক্তব্যে কেউ মজা পেয়েছিলেন কেউ ক্ষুব্ধ হয়েছিলেন। তবে যাই হোক রমজানে যখন বেগুনের দাম চড়ে এখনকার মতো ১০০ টাকা ছাড়িয়েছিল তখন সে সমস্ত পরামর্শ নাকি ছিল যুগান্তকারী।
ঘটনাটা ২০২০ সালের রমজান মাসের। বাজারে বেগুনের দাম তখন আকাশ ছোঁয়া। আর সবাই চিন্তিত ইফতারে বেগুনি ছাড়া কীভাবে চলবে। সংসদে শেখ হাসিনার উত্তর ছিল সরল। বেগিুনির দরকার কি। আমরা তো মিষ্টি কুমড়ার বেগুনি খাই।
এই বক্তব্য মুনে দেশের মিষ্টি কুমড়া চাষীরা আনন্দে কেঁদে ফেললেন আর বেগুন চাষীরা হতাশায় চায়ের কাপ ভেঙে ফেললেন। সেই সময় থেকেই নেটিজেনরা তার নতুন নাম দিলেন রেসিপি আপা। শুধু বেগুনি নিয়েই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেসিপি বৈচিত্র বিস্তৃত।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=CJtAwloNpRE
শিহাব