ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ভারতে গুম হয়ে ফেরত না আসাদের বিষয়ে অনুসন্ধান চলছে: গুম কমিশন

প্রকাশিত: ১৬:৩৬, ৪ মার্চ ২০২৫

ভারতে গুম হয়ে ফেরত না আসাদের বিষয়ে অনুসন্ধান চলছে: গুম কমিশন

ছবি: সংগৃহীত

গুম থেকে ফিরে না আসা ৩৩০ জনের ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ইনকয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারির সভাপতি বলেন এ পর্যন্ত ১৭৫২ টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য থেকে প্রায় ১০০০ টি অভিযোগ এবং তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আগত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ডও করা হয়েছে।

কমিশনের সভাপতি বলেন ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে ১৪০ জন ব্যক্তি পুশ ইনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে গুমের শিকার কোন ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, "ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশী নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক ১০৬৭ জন বাংলাদেশীর নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। আরো তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোন ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান।"

আবীর

×