
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতাসম্পন্ন কামান। প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরও এক ধাপ। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্যমতে তুরস্কের অত্যাধুনিক হাবিরজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। অনেকে বলছেন, এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত। তার মধ্যে তুরস্কেরেএই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাড়াবে।
এই হাবিরজার কামানগুলোর বিশেষত্ব হল এগুলো হালকা ওজনের এবং আকাশপথে সহজেই পরিবহনযোগ্য। এগুলোর গোলা নিক্ষেপের পরিসর ১৭ থেকে ২১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা যেকোন যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম। মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিরজার তৈরি করা হয়েছিল যা েএখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ। সামরিক বিশ্লেষকদের মতে, এই কামানগুলো আকাশ ও স্থলপথে বেশ কার্যকরী। বিশেষ করে যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন যেমন ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনএমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশগুলোর জন্য বেশ হুমকি।
ড. ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নতুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বসও। ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে এক অপরের মিত্র।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=h6f5Wj8UM_o
শিহাব