
ছবিঃ সংগৃহীত
সাংবাদিক জুলকারনাইন সায়ের আজ একটি পোস্টে প্রকাশ করেছেন, মানিলন্ডারিং-প্রতিরোধ আইনে গ্রেফতারকৃত ১৩৩ কোটি টাকার আসামীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে না গিয়ে সরাসরি কোর্টে সোপর্দ করার ঘটনা বেশ অবাক করার মতো।
জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেন, "যদি এই ব্যক্তিটি বিগত সরকারের অন্যতম কুখ্যাত ক্রীড়ানক বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ সাদেক এগ্রোর ইমরান হন, তাহলে প্রশ্ন ওঠে—বর্তমানে ইমরানকে কে সহায়তা করছে?"
কমেন্ট সেকশনে তিনি কয়েকটি ছবি শেয়ার করেছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/14yasxrKxk/
মারিয়া