ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সমাপ্ত হলো ‘অপারেশন ডেভিল হান্ট’

নূরুল ইসলাম, টঙ্গী।

প্রকাশিত: ১৫:৪০, ৪ মার্চ ২০২৫

সমাপ্ত হলো ‘অপারেশন ডেভিল হান্ট’

ডেভিল হান্ট অপারেশনের বিশেষ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে। সর্বশেষ অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘন্টায় টঙ্গীতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ৮ ফেব্রুয়ারী থেকে ২৪ দিনব্যাপী ডেভিল হান্ট অপারেশন কর্মসূচি চালিয়ে সমাপ্তির ঘোষণা করা হলো। আজ মঙ্গলবার (৪ মার্চ) টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জনকণ্ঠকে জানান, "চলমান ডেভিল হান্ট অভিযান গতকাল সোমবার সমাপ্তির ঘোষণা দেয়া হয়েছে।"

উল্লেখ করা যেতে পারে গত ৭ ফেব্রুয়ারী রাতে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি গাজীপুরের ধীরাশ্রমের দাক্ষিণখানের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা একশন চালাতে যায়। এসময় এলাকাবাসী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত ঢুকেছে মসজিদের মাইকে এমন ঘোষণা দিয়ে আক্রমণ চালালে ১ জন নিহত ও ২০ জন আহত হয়।

এসব ঘটনায় ৮ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি চলাকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ছাত্র আহত হন। এসব ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে রাজপথ উত্তপ্ত হলে সরকার গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে।

উল্লেখ করা যেতে পারে, ডেভিল হান্টের বড় অপারেশনটি ছিল রোজার আগের দিন টঙ্গী বাজার হাজীর মাজার বস্তিতে চালানো অভিযানটি। এখানে নানা অপরাধী পেশার ৬০ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃত্বে চলা যৌথবাহিনীর সদস্যরা।

নুসরাত

×