
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে একটি স্বতন্ত্র সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া পর্যালোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক করেছে।
নতুন কমিশনের আওতায় জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া আরও আধুনিক, নিরপেক্ষ ও দক্ষ করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
শিলা ইসলাম