ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মরার আগে অন্তত খুনি হাসিনার বিচার দেখতে চাই: সারজিস

প্রকাশিত: ১৩:১২, ৪ মার্চ ২০২৫

মরার আগে অন্তত খুনি হাসিনার বিচার দেখতে চাই: সারজিস

ছবি: সংগৃহীত

২৪ এর গণঅভ্যুত্থানে ভয়াবহ হত্যাযজ্ঞ নিয়ে তীব্র নিন্দা করে এ নিয়ে আলোচনা করেছেন সারজিস আলম। একই সাথে বিচার চেয়েছেন শেখ হাসিনার। 

তিনি বলেন, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছুর চিন্তা করি? 

শেখ হাসিনা প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটাই কারণে— খুনি হাসিনা বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিল, যারা জীবন দিয়েছে, যাদের মা-বাবারা এখনো চোখের পানি ফেলছে— আমরা যেন অন্তত মরার আগে এই খুনি হাসিনার বিচার দেখে মরতে পারি। 

আওয়ামী লীগের দোষ ওদের কথা তুলে তিনি বলেন, যেই খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের ব্যবহার করে এবং তথাকথিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়েছে— সেই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয়ে কথা না বলে। 

এরপর তিনি বলেন, আগে খুনি হাসিনার বিচার হতে হবে! আগে এই হত্যাগুলোর বিচার হতে হবে! তারপর অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশ কথা বলবে।  

শিলা ইসলাম

×