ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

হঠাৎ সীমান্তে ভারতীয় যুদ্ধ ট্যাংকের মহড়া, কী উদ্দেশ্য ভারতের?

প্রকাশিত: ১২:৪১, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১২:৪৪, ৪ মার্চ ২০২৫

হঠাৎ সীমান্তে ভারতীয় যুদ্ধ ট্যাংকের মহড়া, কী উদ্দেশ্য ভারতের?

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্পস সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়া আয়োজন করেছে, যেখানে অত্যাধুনিক টি-৯০ ট্যাংক এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এই মহড়ার পেছনে কী উদ্দেশ্য কাজ করছে, তা নিয়ে বিভিন্ন ধারণা তৈরি হয়েছে।

সীমান্তে সামরিক মহড়া মানে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখা। সামরিক মহড়া চালিয়ে কোন দেশ যদি তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করে, তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশই সময় সময় সামরিক মহড়া পরিচালনা করে থাকে। এবার সেই তালিকায় ভারতের নামও যুক্ত হলো।

ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্পস সিকিম এবং শিলিগুড়ি করিডরের সুরক্ষায় নিয়োজিত এবং তারা এক মাসব্যাপী লাইট ফায়ার মহড়া সফলভাবে পরিচালনা করেছে। দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে আর্মড যুদ্ধকৌশল যাচাই করা। এছাড়া, এই মহরার মাধ্যমে পাহাড়ি এলাকায় যুদ্ধের সক্ষমতা যাচাই করা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তি একীভূত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

টি-৯০ ট্যাংক: আধুনিক যুদ্ধের অপরিহার্য অংশ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাংক টি-৯০ ব্যবহার করা হয়েছে। এই ট্যাংকের ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি শত্রু বাহিনীর ট্যাংক বা অন্যান্য আর্মড লক্ষ্যবস্তুতে উচ্চ মাত্রার নির্ভুলতা নিয়ে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি, এটি অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইলও ফায়ার করতে পারে, যা দীর্ঘ দূরত্ব থেকে শত্রুর ট্যাংক বা যেকোনো বাহিনীর উপর আঘাত করতে পারে। ট্যাংকটি রাতে আরও কার্যকরী কারণ এতে থার্মাল ইমেজিং সাইট এবং উন্নত সেন্সর রয়েছে, যা যেকোনো আবহাওয়ায় যুদ্ধ করার সক্ষমতা প্রদান করে।

বাংলাদেশের জন্য চিন্তার কারণ?

ভারতীয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক মহড়া বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ হলেও, এটি সরাসরি বাংলাদেশের জন্য কোন বিপদের সৃষ্টি করবে না, এমন ধারণা করা হচ্ছে। তাই, ভারতীয় সেনাবাহিনীর এই মহড়াকে বাংলাদেশের প্রতি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: https://www.youtube.com/watch?v=0SqdXbFgKYU&ab_channel=ATNNews           

নুসরাত

×