ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগের বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পৃথিবীর ইতিহাসে: নাহিদ

প্রকাশিত: ১১:৩৭, ৪ মার্চ ২০২৫

আওয়ামী লীগের বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পৃথিবীর ইতিহাসে: নাহিদ

ছবি: সংগৃহীত

বিগত স্বৈরাচার শাসক আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এমন বিচার হওয়া উচিত যা দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন মন্তব্য করলেন সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের সদস্য নাহিদ ইসলাম। 

তিনি বলেন, বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংঘটিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংঘটিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হতে পারে—এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতেই! 

তিনি আরো বলেন, কোনো স্বৈরাচারী, কোনো জালিম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত।   এই বিচার একটি নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে।  

এছাড়াও তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেখানে জীবন দিয়েছিলেন বাংলাদেশের শত শত ছাত্র-তরুণ, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী। শুধু ছাত্ররাই নয়, শ্রমিক, কৃষক, রিকশাওয়ালারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 
 

শিলা ইসলাম

×