ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নুরের ‘দলত্যাগ’ নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে গণঅধিকার পরিষদের প্রতিবাদ

প্রকাশিত: ০০:২৯, ৪ মার্চ ২০২৫; আপডেট: ০০:৩৩, ৪ মার্চ ২০২৫

নুরের ‘দলত্যাগ’ নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে গণঅধিকার পরিষদের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যোগদানের বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

রোববার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আব্দুল হান্নান মাসউদ দাবি করেন, নুরুল হক নুর নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে নুরের সঙ্গে থাকা বেশিরভাগ নেতাকর্মীও এনসিপিতে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।

তবে এনসিপির এই বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার (৩ মার্চ) রাতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, “গণঅধিকার পরিষদকে নিয়ে ভিত্তিহীন খবর প্রচারের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দল দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি রাজনৈতিক সংগঠন। দলটির কার্যক্রম ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিস্তৃত হয়েছে। তরুণদের শীর্ষ রাজনৈতিক সংগঠন হিসেবে গণঅধিকার পরিষদ সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।”

এ বিষয়ে গণঅধিকার পরিষদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং রাজপথে লড়াইয়ের মধ্য দিয়েই জনগণের আকাঙ্ক্ষা থেকে এ দলের জন্ম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের দল আপসহীনভাবে কাজ করছে। নুরুল হক নুর ক্ষমতাসীন সরকারের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথকে বেছে নিয়েছেন। তাকে ও দলের নেতাকর্মীদের বারবার হয়রানি, নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে।”

গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, “নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে অন্য দলে যোগ দিচ্ছেন—এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গণঅধিকার পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। আমরা সকলকে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

এম.কে.

×