ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সিন্ডিকেট যেন সিন্দাবাদের দৈত্য, ধরা যাবে না, ছোঁয়া যাবে না: মোফাজ্জল করিম

প্রকাশিত: ২২:৫৬, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৭, ৩ মার্চ ২০২৫

সিন্ডিকেট যেন সিন্দাবাদের দৈত্য, ধরা যাবে না, ছোঁয়া যাবে না: মোফাজ্জল করিম

ছবিঃ সংগৃহীত

সিন্ডিকেট যেন সিন্দাবাদের দৈত্য, ধরা যাবে না, ছোঁয়া যাবে না বলে মন্তব্য করেছেন, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম।

একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি বলেন, রমজানের আওয়াজ পেলেই মাশাল্লাহ আমাদের ব্যবসায়ীরা নিজেদেরকে সেবা করা শুরু করে দেয়। মনে করে অন্যকে সেবা দিলে কিছু তো হবে না, বরং নিজেকে কিছু দেবা দিয়ে নেই। তাতে অনেক সওয়াব হবে। প্রতিবছরই এটা হয়। এবার খারাপ লাগছে যেটা তা হলো, সবকিছু সহনীয় পর্যায়ে ছিল দাম, হঠাৎ করে রোজা আসার কয়েকদিন আগে থেকেই আবার দাম বাড়া শুরু করলো। 

অনেক পণ্যের দাম লেখা থাকে, কিন্ত সেই দামে বেশিরভাগ জায়গায়ই পাওয়া যায় না কিছু৷ সয়াবিন তেল হঠাৎ করে উধাই হয়ে গেছে।

সিন্ডিকেট এমন একটি শব্দ পাকিস্তানি আমল দূরে থাক, ১০-১৫ বছর আগেও ছিলো না। বেশি শোনা যায় যারা এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্বে আছে তাদের মুখেই। আপনারা যদি সিন্ডিকেটকে চিনেন, তাহলে ধরেন না কেন তাদের। তাদের ধরে আইনের মধ্যে নিয়ে আসেন।

সিন্ডিকেট যেন এমন একটা সিন্দাবাদের দৈত্য, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। যদি শক্ত হাতে সিন্ডিকেট ভাঙ্গা যেত তাহলে হয়ে যেত, এখন মনে হচ্ছে আর পারবেন না। সিন্ডিকেট তো হয় কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে। এখন তো সেই সমস্যা নেই। তবুও আপনারা এটার ব্যবস্থা নিতে পারছেন না।

 

সূত্রঃ https://youtu.be/cUYzkU3Au_8?si=-VvVVCkJos63engp

রিফাত

×