ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মোহাম্মদপুর থানায় ফেব্রুয়ারি মাসে একটা মার্ডারও হয়নি: স্বরাষ্ট্র সচিব

প্রকাশিত: ২২:৩৮, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৫১, ৩ মার্চ ২০২৫

মোহাম্মদপুর থানায় ফেব্রুয়ারি মাসে একটা মার্ডারও হয়নি: স্বরাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, “রাজধানীর মোহাম্মদপুরে ডিসেম্বরে খুন হয়েছে দুইটি, জানুয়ারিতে একটি, ফেব্রুয়ারিতে একটি খুনও হয়নি। জুলাইয়ের আগে মোহাম্মদপুরে প্রতি মাসে ১০টির বেশি খুন হত।”

সোমবার (৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে এ বিষয়ে সিনিয়র সচিব বলেন,  “কোর কমিটিতে আমরা এই ধরনের (নাম পরিবর্তন) কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত এ মিটিংটা বসে কাজকর্মের অগ্রগতি দেখার জন্য। কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় ফোকাস বাড়ানোর দরকার নেই, কোথায় লোকবলের অপচয়, রোজার মাস আপনারা জানেন সবাই রোজা থাকে। এসময় জনবল সাশ্রয় করে আমরা সর্বোচ্চ কি কি কাজ করতে পারি, কোন কোন জায়গায় আমাদের যৌথ টহলের দরকার নেই— সেগুলো নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি।”

তিনি বলেন, “এই সরকার কি রকম পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছে সবাই জানেন। বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে এই সরকার। যাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে, তারা ঢাকা শহর কোনোদিন দেখেনি। রোজই দরখাস্ত পড়ে- ঢাকায় সংসার চালাতে পারছে না, নানা সমস্যা। তারা জায়গাগুলো চিনে এখন কাজ করছে। আস্তে আস্তে তারা বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রতিদিন এই পরস্থিতি উন্নত হচ্ছে। ছুটির দিনেও বসে নেই আইনশৃঙ্খলা বাহিনী। ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর সদস্যরা। চেষ্টার কোন ত্রুটি নেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়।”

নুসরাত

×