ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রমজানে পণ্যের দাম বাড়ছে, বাস্তবতা নাকি কারসাজি?

প্রকাশিত: ২২:৩১, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৩, ৩ মার্চ ২০২৫

রমজানে পণ্যের দাম বাড়ছে, বাস্তবতা নাকি কারসাজি?

ছবিঃ সংগৃহীত

রমজানে ইফতারের জন্য লেবুর শরবত বেশ জনপ্রিয়, আর সেই চাহিদার সুযোগ নিয়ে লেবুর দাম কয়েকগুণ বেড়ে গেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি লেবু এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়, যা আগের তুলনায় দুই থেকে চার গুণ বেশি।

একজন ক্রেতা অভিযোগ করে বলেন, "দাম তো আগের চেয়ে একটু বাড়েই, তবে রমজান এলে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।" অন্য একজনের মন্তব্য, "মিডলইস্টসহ অনেক দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা যায়।"

শুধু লেবুই নয়, শসা ও বেগুনের দামও বেড়েছে। এছাড়া ফলের দামও কেজিপ্রতি ৩০-৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে, তবে ভোক্তারা মনে করছেন এটি মূলত ব্যবসায়ীদের কারসাজি।

রমজানে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিবারই ঘটে, তবে এবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের ইচ্ছামতো মূল্য নির্ধারণ রোধে কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

তথ্যসূত্রঃ https://youtu.be/21zHSo4qBjQ?si=DisH8uiHo9We_dIe

মারিয়া

×