ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নারী শ্রমিক আত্মহত্যার ঘটনায় পুড়িয়ে দেয়া গাড়িতে জনতার লুট

প্রকাশিত: ২২:০২, ৩ মার্চ ২০২৫

নারী শ্রমিক আত্মহত্যার ঘটনায় পুড়িয়ে দেয়া গাড়িতে জনতার লুট

ছবি: সংগৃহীত

গাজীপুরের ভোগড়ায় প্যানারোমা অ্যাপারেলস কারখানার এক নারী শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে আজ সকালে (৩ মার্চ) বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুড়ে যাওয়া যানবাহনগুলো স্থানীয় মানুষজন মিলে লুটপাট চালিয়েছে। যে যা পেয়েছে, তা-ই নিয়ে গেছে।

উল্লেখ্য, শ্রমিকদের দাবি, গতকাল (২ মার্চ) একজন নারী (আফছানা আক্তার লাবনী) শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে, তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ প্রথমে ছুটি না দিলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, ওই নারী শ্রমিক কারখানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তাদের কাছে এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।

রাকিব

×