ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

তাজউদ্দীন ছাড়া মুক্তিযুদ্ধ হতো না: সৈয়দ জামিল আহমেদ

প্রকাশিত: ২১:৪১, ৩ মার্চ ২০২৫

তাজউদ্দীন ছাড়া মুক্তিযুদ্ধ হতো না: সৈয়দ জামিল আহমেদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য সাবেক মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ মন্তব্য করেছেন, "তাজউদ্দীন আহমেদ ছাড়া মুক্তিযুদ্ধ হতো না।"

তিনি বলেন, "মুক্তিযুদ্ধের ইতিহাসে তাজউদ্দীন আহমেদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে কখনোই যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।"

সৈয়দ জামিল আহমেদ আরও বলেন, "আমরা যখন প্রবাসী সরকার ছিলাম, তাজউদ্দীন আহমেদ ছিলেন একমাত্র নেতা, যিনি আমাদের একত্রিত করেছিলেন। শিলিগুড়ি কনফারেন্সে তিনি সবাইকে একত্রিত করে মুক্তিযুদ্ধকে শক্তিশালী করেছিলেন। অথচ শেখ হাসিনার মুখে তাজউদ্দীন আহমেদের নাম কখনো শোনা যায়নি।"

তিনি বলেন, "শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ। কিন্তু শেখ হাসিনা তাকে তার সম্পদ হিসেবে পরিণত করেছেন, এবং গত ১৫ বছরে এভাবে তাঁর ব্যবহার করা হয়েছে, যা আমাদের কষ্ট দেয়।"

সৈয়দ জামিল আহমেদ আরও বলেন, "মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের রাষ্ট্রের পরিস্থিতি কেমন ছিল, সেটা আজকের প্রজন্ম জানে না। ৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ কীভাবে দেশ থেকে লুটপাট করেছিল, সেটা সম্পর্কেও অনেকের অজ্ঞতা রয়েছে।"

ভিডিও দেখুন: https://youtu.be/tmPC-noAczM?si=wi5IQ3Qf2quY1Hzy

এম.কে.

×