ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক: মহিউদ্দিন রনি

প্রকাশিত: ২১:২৯, ৩ মার্চ ২০২৫

দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক: মহিউদ্দিন রনি

ছবিঃ সংগৃহীত

কোটা পুনর্বহাল বিরোধী আন্দোলনে ফের সরব হয়েছেন মহিউদ্দিন রনি। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে কয়েকজন ছাত্রকে স্লোগান দিতে দেখা যায়। 

"দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, দফা এক, দাবি এক—কোটা নট কাম ব্যাক! কোটা না, মেধা—মেধা, মেধা!"

ভিডিওতে মহিউদ্দিন রনিকেও স্লোগানের নেতৃত্ব দিতে দেখা গেছে। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/12EV9Va9Pj7/

মারিয়া

×