ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

৬ বছরের বিস্ময়বালক ৯১ দিনে কোরআনের হাফেজ

প্রকাশিত: ২০:২৫, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২০:২৬, ৩ মার্চ ২০২৫

৬ বছরের বিস্ময়বালক ৯১ দিনে কোরআনের হাফেজ

ছবি: সংগৃহীত

দ্রুত সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার বিস্ময়কর এক কৃতিত্ব গড়েছেন ছয় বছর বয়সী শিশু আব্দুর রহমান। মাত্র তিন মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছেন তিনি। ইংরেজিতেও তার রয়েছে বিশেষ দক্ষতা, যা যে কাউকেই মুগ্ধ করার মতো।

শিশু আব্দুর রহমানের এই অসাধারণ কৃতিত্বকে এক অলৌকিক ব্যাপার হিসেবেই দেখছেন তার শিক্ষকগণ। একজন শিক্ষক জানান, 'সে যখন দেখে দেখে কোরআনটা পড়ছিল তখন আমরা তাকে এক আয়াত জিজ্ঞেস করলে পরবর্তী আয়াত সে নিজে থেকেই বলে দিত।'

ওই শিক্ষক হাফেজ আব্দুর রহমানকে অলৌকিক শিশু উল্লেখ করে আরও জানান, 'তখনই আমরা বুঝতে পেরেছি তার জ্ঞান আল্লাহ প্রদত্ত। তারপরে আমরা তাকে হিফজুল কোরআনে প্রমোশন দিয়েছি। মাত্র ৯১ দিনে সে হিফজুল কোরআনকে সম্পূর্ণ ইউজ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।'

হাফেজ আব্দুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের বাসিন্দা প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান। পিতা-মাতার অতি ভালোবাসা ও শিক্ষকদের উৎসাহের মাধ্যমেই আব্দুর রহমান এই অসাধারণ কৃতিত্বটি অর্জন করেছেন।

সকলের কাছে দোয়া চেয়ে হাফেজ এই শিশু জানান, তিনি তার শিক্ষকদের সহযোগিতায় মাত্র ৯১ দিনে কোরআন মুখস্ত করেছেন। তিনি একজন বড় ইসলামিক স্কলার হতে চান।

হাফেজ আব্দুর রহমান তার হেফজো শিক্ষা গ্রহণ করেছেন ঢাকার ৩০০ ফিট এলাকার আল-ইত্তেফাদা ইনস্টিটিউটের ইংলিশ ভার্সন স্কুল এন্ড হেফজো মাদ্রাসা থেকে। তার এক শিক্ষক জানান, 'আব্দুর রহমানের এমন কৃতিত্ব শুধু তার পরিবার ও তার শিক্ষা প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে।'

রাকিব

×