ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বাগেরহাটে কারাবন্দি সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৯:২৫, ৩ মার্চ ২০২৫

বাগেরহাটে কারাবন্দি সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাট কারাগারে বন্দি কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। আজ সোমবার (০৩ মার্চ) দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দিকে শাস্তি হিসেবে ডান্ডা বেড়ি পরানো হয়। অভিযুক্ত অন্য তিনজন কারাবন্দি হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার।

জেল সুপার শংকর কুমার মজুমদার মুঠোফোনে বলেন, "সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানায়। পরে মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্লাশি করে তিন পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী, মেহেদী হাসান বাবুসহ চারজনকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।"

এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি পুলিশ আইজি'র অনুমতি ছাড়া কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কারাগার সূত্রে জানাযায়, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে তাকে কারাগারে নেওয়া হয়।

রাকিব

×