ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

গঙ্গা চুক্তি পর্যালোচনা করতে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল

প্রকাশিত: ১৮:৫৩, ৩ মার্চ ২০২৫

গঙ্গা চুক্তি পর্যালোচনা করতে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল

ছবিঃ সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করতে যৌথ কমিটির ৮৬তম বৈঠকে অংশ নিতে বাংলাদেশ থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। প্রতিনিধি দলটি যৌথ কমিশনের সদস্য মো: আবুল হোসেনের নেতৃত্বে রয়েছে।

সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় যাবে। সেখানে ভারতের নদী কমিশনের সদস্যদের সঙ্গে যৌথভাবে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করবে। পরিদর্শন কার্যক্রম সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বুধবার কলকাতায় ফিরবে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের টেকনিক্যাল কমিটির বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর, যা ২০২৬ সালের ডিসেম্বরেই শেষ হবে। তাই চুক্তির নবায়নে নতুন শর্ত সংযোজন বা পরিবর্তনের বিষয়টি এ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/rIEkC1K3QKg?si=uUu9eD1oqytx_-b0

মারিয়া

×