ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার!

প্রকাশিত: ১৮:৫২, ৩ মার্চ ২০২৫

আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার!

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) সাড়ে ১২টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক বিন খালিদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফারুক বিন খালিদ বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। পরে আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা বিশিষ্ট, আগুন লাগে দ্বিতীয় তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। মৃত চারজনই পুরুষ। ছয় তালার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহগুলো পাওয়া যায়। সিঁড়ির দরজায় তালা মারা ছিল।  প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শিহাব

×