ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ইফতার বাজারে স্বস্তি, নেটদুনিয়ার আলোচনায় হাসিনার রেসিপি!

প্রকাশিত: ১৭:৫৩, ৩ মার্চ ২০২৫

ইফতার বাজারে স্বস্তি, নেটদুনিয়ার আলোচনায় হাসিনার রেসিপি!

ছবি: সংগৃহীত

রমজান মাসের এক সপ্তাহ আগে ইফতার ও সাহরিতে যেসব পণ্যের চাহিদা বেশি সেসব পণ্যের দাম গত এক মাসের তুলনায় হঠাৎ করেই রমজান শুরুর আগে বেড়ে গিয়েছে। 

তবে গত বছরের তুলনায় বাজারের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রয়েছে। গত বছর রমজানে যেখানে পেঁয়াজের দাম প্রতিকেজি ২০০ টাকা পর‌্যন্ত ছিল সেখানে এ বছর ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ।

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ায় পেঁপে দিয়ে ইফতারে পেঁয়াজু তৈরির ভিডিও দেখা গেছে। তাছাড়া বেগুনের দাম বাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর কুমড়ো দিয়ে বেগুনি রেসিপি ছিল ঐতিহাসিক। 

আগরে রমজান মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে আদা ও রসুনের দামও। এক মাসের ব্যবধানে আদা ও রসুনের দাম কেজিতে ১০০ টাকা কমেছে। ২০০ টাকা কেজি দরের আদা-রসুন এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলেই বলছেন ক্রেতারা। 

তবে বাজারে লেবুর দাম হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে এমনটাই অভিযোগ ক্রেতাদের। ছোট আকৃতির লেবুর হালি সর্বনিম্ন শুরু হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এরপর মাঝারি আকারের লেবুর হালির দাম চাওয়া হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আর বড় আকৃতির লম্বা লেবুর হালির দাম ৯০ থেকে ১১০ টাকা পর‌্যন্ত চাওয়া হচ্ছে। 

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=RpBzbdp9o7I

শিহাব

×