ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নির্বাচন নিয়ে সরকার কতটা সিরিয়াস জানালেন ফয়েজ আহমেদ

প্রকাশিত: ১৭:৩৩, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩৮, ৩ মার্চ ২০২৫

নির্বাচন নিয়ে সরকার কতটা সিরিয়াস জানালেন ফয়েজ আহমেদ

নির্বাচন নিয়ে সরকার কতটা সিরিয়াস, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। এক টকশোতে তিনি জানান, সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা বা সংশয়ে নেই।

উপস্থাপকের প্রশ্ন ছিল"বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন দেরিতে করার জন্য কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। কয়েকদিন পরেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে এবং সংস্কার নিয়ে আলোচনা হবে। তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ সম্ভব? সরকার আসলে কতটা সিরিয়াস?"

ফয়েজ আহমেদ বলেন," সরকার পুরোপুরি সিরিয়াস। তবে এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া কঠিন। কারণ, এই সরকার কোনো রাজনৈতিক দল নয়। এটি নির্দলীয় একটি প্রশাসন, যার রাজনৈতিক দলগুলোর মতো কোনো প্রচারণামূলক অভিলাষ নেই। একজন রাজনৈতিক কর্মী যদি সামান্য কিছু করলেও সেটি প্রচারের জন্য বড় করে দেখানো হয়। কিন্তু এই সরকার এমন কিছু করে না।"

তিনি আরও বলেন, "এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার হলে, প্রতিটি অর্জন নিয়ে প্রচারণা চালাত। ধরুন, গত রমজানে ছোলা, চিনি, খেজুরের দাম কত ছিল? এবার সেগুলোর দাম কমেছে। কিন্তু এটি নিয়ে সরকার কোনো প্রচারণায় যায়নি, কারণ এটি তাদের দায়িত্বের অংশ।"

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,"আমাদের দেশে মানুষ রাজনৈতিক বক্তব্য শুনতে অভ্যস্ত। কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকার বারবার বলছে, নির্বাচন ডিসেম্বরেই হবে। অথচ এটিকেও রাজনৈতিক বক্তব্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বা সংস্কার নিয়ে সংশয় শুধু বাহিরে আছে, সরকারের ভেতরে কোনো সংশয় নেই। নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।"

আফরোজা

×