ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রুহুল কবির রিজভীর মন্তব্যের যে জবাব দিলেন সারজিস

প্রকাশিত: ১৭:২৪, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৭:২৪, ৩ মার্চ ২০২৫

রুহুল কবির রিজভীর মন্তব্যের যে জবাব দিলেন সারজিস

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি, আর সমালোচনার আগে যথাযথ ব্যাখ্যা দেওয়া উচিত—এমনটাই মনে করেন সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, "যে কোনো রাজনৈতিক দলের অবশ্যই একটি রাজনৈতিক দর্শন থাকবে, সেটি ছাড়া দল পরিচালনা সম্ভব নয়। তবে কেউ যদি মনে করে কোনো দলে দর্শনের অভাব রয়েছে, তাহলে সেটি ব্যাখ্যা করে বলা উচিত, শুধুমাত্র এক লাইনে মন্তব্য করলেই হবে না।"

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের রাজনৈতিক দর্শন নেই—এমন মন্তব্যের পেছনে তাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, অথবা আমাদেরও কিছু ঘাটতি থাকতে পারে। তবে এটি যাচাই করতে হলে ব্যাখ্যাসহ আলোচনা প্রয়োজন, যেন আমরা নিজেরাও বুঝতে পারি আসলেই কোনো দুর্বলতা আছে কিনা।"

তিনি আরও বলেন, "আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। সমালোচনা বা প্রশ্ন তোলার ক্ষেত্রে শুধুমাত্র কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়, বরং সুনির্দিষ্ট ব্যাখ্যার ভিত্তিতে আলোচনা করা উচিত। পাশাপাশি, দলগুলোর উচিত আগামী দিনের তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গ্রহণ করা, যা গতানুগতিক নেতিবাচক সমালোচনার বাইরে গিয়ে ইতিবাচক পরিবর্তন আনবে।"

সারজিসের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরামর্শ দেওয়ার ও গ্রহণ করার মানসিকতা থাকা উচিত, যাতে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হয়।

তথ্যসূত্রঃ https://youtu.be/cZDwvKKH6j4?si=A2oF57mrYTReMf4X

মারিয়া

×