ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সম্পর্কের অবনতি হয়নি,বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো না থেকে উপায় নেই: ড.মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ১৬:২৭, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৬:২৮, ৩ মার্চ ২০২৫

সম্পর্কের অবনতি হয়নি,বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো না থেকে উপায় নেই: ড.মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "সম্পর্কের কোনো অবনতি হয়নি, বরং ভবিষ্যতে আরও ভালো হবে।" তিনি বলেন, "খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে আসছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই।"


তিনি আরও বলেন, "আমি বলব যে, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে। আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার।"
স্বৈরশাসকের পতনের পর দেশের নেতৃত্ব নেয়ার প্রায় সাত মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন ও ছাত্র নেতৃত্বে নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন ড. ইউনূস।


তিনি বলেন, "একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে। তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে।"
হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "অবশ্যই। এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে।"
তিনি আরও বলেন, "এই যে তারা বলছে 'যাও কাজে নামো'—এগুলো অনেক আহ্বান জানাচ্ছে, কর্মসূচি দিচ্ছে, হরতাল ডাকছে। এটা মানুষ কিভাবে নেবে?"


আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। বরং সরকার নিয়ম-শৃঙ্খলা আরও উন্নত করতে কাজ করছে।"
দেশের রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, "সরকারকে সবাই সমর্থন করছে। সবাই চাইছে দেশ সুন্দরভাবে চলুক। তাদের মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে, কিন্তু তার মানে এই নয় যে ঐক্যের মধ্যে ফাটল ধরেছে। এরকম কোনো ঘটনা ঘটেনি।"


সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে অন্তর্বর্তী সরকার।"
সংস্কার প্রক্রিয়া নিয়ে ড. ইউনূস বলেন, "প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সবাই একমত হলে সুপারিশগুলো একত্রিত করে জুলাই মাসে একটি চূড়ান্ত চার্টার করা হবে। সেই প্রেক্ষিতেই হবে নির্বাচন।"

সূত্র:https://tinyurl.com/m4zhzx8j

আফরোজা

×