ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ কি পারবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হতে?

প্রকাশিত: ১৫:৫১, ৩ মার্চ ২০২৫

বাংলাদেশ কি পারবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হতে?

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ। অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে দ্রুত অগ্রসর হচ্ছে দেশটি। সেই সাথে ভূরাজনৈতিক অবস্থান থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্ব অনেক। প্রশ্ন হলো ভবিষ্যতে কি এ অঞ্চলের পরাশক্তি হয়ে উঠতে পারবে বাংলাদেশ?

বিশ্ব মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। মানচিত্রে দিক দিয়ে ছোট হলেও অপার সম্ভাবনার একটি দেশ। দক্ষিণ এশিয়ায় একটি উদীয়মান অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবেও দ্রুত অগ্রসর হচ্ছে ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।

কিন্তু, ভবিষ্যৎ পৃথিবীতে বাংলাদেশ এই অঞ্চলের অন্যতম পরামক্তি হয়ে ওঠার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দ্রুত উন্নয়নশীল দেশ। পোশাক শিল্প, তথ্য প্রযুক্তি, ঔষধ শিল্প এবং অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও দৃঢ় করছে। 

বাংলাদেশের ভূ-গোল, অর্থনীতি, পরিবহন ব্যবস্থা ও রাজনৈতিক গুরুত্বের কারণে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত একটি দেশ। এর অবস্থানগত সুবিধা একদিকে যেমন বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি করে তেমনি বিশ্বশক্তির নজর আকর্ষণ করে। 

 

ভিডিও লিংক:  https://www.youtube.com/watch?v=cYLCEeNJ_FA

শিহাব

×