ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আব্দুল হান্নান মাসউদ

নতুন দলে যোগ দিচ্ছেন ভিপি নুর?

প্রকাশিত: ১৫:৪৭, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৬:১৬, ৩ মার্চ ২০২৫

নতুন দলে যোগ দিচ্ছেন ভিপি নুর?

ছবিঃ সংগৃহীত।

গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল হক নুর এনসিপি’তে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন, এ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এই বিষয়ে কথা বলেছেন।

আব্দুল হান্নান মাসউদ জানিয়েছেন, "নুরুল হক নুর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন"। তিনি আরও বলেন, "যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের বেশিরভাগই আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন"।

তিনি বলেন, "আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি"। অর্থাৎ, তারা দলের সদস্যদের গুণগত মান পর্যালোচনা করেছেন, সংখ্যা নয়। তিনি আরও জানান, "নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সাথে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি"। তবে, হান্নান মাসউদ কিছুটা দ্বিধার মধ্যে আছেন, বিশেষত অন্য একটি দল বিলুপ্ত করে যোগদান করার বিষয়টি নিয়ে। তিনি বলেন, "আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে"। তবে ভবিষ্যতে একসাথে কেন্দ্রভিত্তিক কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেননি। এভাবে, আব্দুল হান্নান মাসউদ নুরুল হক নুরের দল বিলুপ্তি ও এনসিপির সাথে যোগদানের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছেন এবং ভবিষ্যতে একটি একত্রিত কাজের সম্ভাবনা দেখছেন।

তবে কোন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: https://www.ekushey-tv.com/politics/1360873111111158909?fbclid=IwY2xjawIyV-5leHRuA2FlbQIxMAABHZ-zvp6bKqzwUWK4y_eOl9puuPDpK6Gu-lEy2DElE6qUbEMfnzC6ZI1gHw_aem_5EQQVYwhB02bu9GI3P_2ww

মুহাম্মদ ওমর ফারুক

×