ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আ.লীগ নিষিদ্ধ হচ্ছে? নাকি নির্বাচনে যাচ্ছে? যা বললেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৫:২২, ৩ মার্চ ২০২৫

আ.লীগ নিষিদ্ধ হচ্ছে? নাকি নির্বাচনে যাচ্ছে? যা বললেন প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনে অংশগ্রহণের বিষয় নিয়ে তার অবস্থান প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই দেশে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। তবে, যে ব্যক্তি অন্যায় করেছে এবং যার বিচার হওয়া উচিত, তার বিচার অবশ্যই হওয়া প্রয়োজন। 

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ প্রসঙ্গে, যখন তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিভিন্ন দলের বক্তব্য নিয়ে তার অবস্থান কী, তখন তিনি জানান, "ঐকমত্য" এর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, "আমরা বরাবরই ঐকমত্যের পথে চলে এসেছি। সবাই মিলে যা ঠিক করবে, আমরা তা-ই করব।" 

প্রধান উপদেষ্টা আরও বলেন, তিনি অতিরিক্ত বিস্তারিতভাবে যাচ্ছেন না, কিন্তু তার অবস্থান হলো "আমরা সবাই এই দেশের নাগরিক"। অর্থাৎ, সকল নাগরিকের সমান অধিকার রয়েছে এবং তারা সবাই একে অপরের ভাই। এভাবে, তিনি একটি সংকটমুক্ত এবং ঐকমত্যপূর্ণ সমাজ তৈরির দিকে ইঙ্গিত করেন, যেখানে সব দলের মধ্যে সমঝোতা এবং একত্রিতভাবে কাজ করার জন্য একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করা হবে।

মুহাম্মদ ওমর ফারুক

×