ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মানুষ চায় ন্যায্য দামে জিনিসপত্র কিনতে, সেকেন্ড রিপাবলিক নিয়ে তাদের কিছু যায় আসে না

প্রকাশিত: ১৪:১৫, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৪:১৬, ৩ মার্চ ২০২৫

মানুষ চায় ন্যায্য দামে জিনিসপত্র কিনতে, সেকেন্ড রিপাবলিক নিয়ে তাদের কিছু যায় আসে না

ছবি: সংগৃহীত

চলমান সেকেন্ড রিপাবলিক নিয়ে এবার সরাসরি মন্তব্য করলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 

নতুন রাজনৈতিক দলের মূল ফোকাস কেমন হওয়া উচিত ছিল তা নিয়ে তিনি বলেন, আমি ছয় মাস ধরে তাদের অবজার্ভ করে বুঝলাম, আসলে মূল ফোকাস হওয়া উচিত ছিল—সংবিধানে যেসব ভালো কথা আছে, যেগুলো বাস্তবে কার্যকর হয়নি, সেগুলোকে তারা বাস্তবে রূপ দিতে চাইছে। যদি তারা সত্যিই এসব বাস্তবায়ন করতে পারে, তাহলে মানুষের সহানুভূতি, ভোট ও সমর্থন অটোমেটিক্যালি তাদের কাছে যাবে। সেকেন্ড রিপাবলিক হওয়ার কোনো প্রয়োজন নেই।  

তিনি আরো বলেন, যদি এমন হতো, বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, তারা সেখান থেকে গণতন্ত্রের দিকে যেতে চায়, তাহলে বুঝতাম। কিংবা যদি এমন হতো যে, বাংলাদেশে গণতন্ত্র আছে, কিন্তু তারা সমাজতন্ত্র কায়েম করতে চায়, অর্থাৎ পুরো সিস্টেমটাই বদলাতে চায়, তাহলে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলতাম।  

সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষ সেকেন্ড রিপাবলিক, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, অনুচ্ছেদ ৭০—এসব নিয়ে একেবারেই চিন্তিত না।  

মানুষের প্রধান কনসার্নের বিষয়গুলো নিয়ে তিনি বলেন, মানুষের প্রধান কনসার্ন তারা ন্যায্য দামে জিনিসপত্র পাচ্ছে কিনা, রমজান মাসে পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটা করে ডিম কিনতে পারছে কিনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা। নারীরা সন্ধ্যার পর শপিং করে নিরাপদে বাড়ি ফিরতে পারছে কিনা—এটাই তাদের কনসার্ন। বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, অন্য রিপাবলিক—এসব নিয়ে তাদের কিছু যায় আসে না।  

শিলা ইসলাম

×