ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪:১৩, ৩ মার্চ ২০২৫

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃতদেহ উদ্ধার

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি, তবে তারা সকলেই পুরুষ বলে জানা গেছে।

৩ মার্চ, সোমবার, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটে শাহজাদপুরের ভাটারা এলাকায় "সৌদিয়া" নামক আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যা প্রায় ১টা ৪ মিনিটে সম্পন্ন হয়। ছয়তলা বিশিষ্ট হোটেলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেলটির ভেতর থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, মৃতদেহগুলো ছয়তলা ভবন থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভিতর এবং তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে পাওয়া যায়। এই সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানান তিনি।

 

রাজু

×