ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অবশেষে রাখাল রাহার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৪:১২, ৩ মার্চ ২০২৫

অবশেষে রাখাল রাহার বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগৃহীত।

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম সমালোচনার মুখে ছিলেন রাখাল রাহা। ইসলাম বিদ্বেষী বক্তব্যের জন্য বিভিন্ন পেশার মানুষ তার শাস্তি দাবি করে আসলেও তার নামে কোন মামলা নেওয়া হচ্ছিল না। অবশেষে আজ সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকায় সাইবার নিরাপত্তা আইনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, তিনি ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এনসিটিবি কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) এর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে দাখিল করেন বাদী সাজ্জাদ হোসেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পুলিশকে তদন্ত করে সিআইডির মাধ্যমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করেন, যা ইসলাম ধর্মকে অবমাননা করে। সাজ্জাদ হোসেন অভিযোগটি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন এবং ২৫ ফেব্রুয়ারি মতিঝিল থানায় গিয়ে মামলা করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে, সাজ্জাদ হোসেন সোমবার আদালতে গিয়ে মামলার আবেদন করেন।

আদালতের নির্দেশনায় এখন তদন্ত শুরু হবে এবং মামলার সঠিক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

মুহাম্মদ ওমর ফারুক

×