ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস

প্রকাশিত: ১৩:২০, ৩ মার্চ ২০২৫

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস

ছবিঃ সংগৃহীত।

বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একটা দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অনিশ্চিত করার জন্য। তিনি আরো বলেন যে তিনি রাজনীতি করেন না এবং তিনি এই পথে আসতেও চাননি। 

গতবছরের তুলনায় এ বছর অপরাধ বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, আমি তো হিসাব নিচ্ছি অপরাধ মোটেও বাড়েনি বরং আগের বছর যা ছিল এখনো তাই আছে।

মুহাম্মদ ওমর ফারুক

×