ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বন্ধ দোকানে ভয়াবহ আগুন, অগ্নিসংযোগ না অগ্নিকাণ্ড?

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১২:৪৩, ৩ মার্চ ২০২৫

বন্ধ দোকানে ভয়াবহ আগুন, অগ্নিসংযোগ না অগ্নিকাণ্ড?

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বন্ধ দোকান থেকে রহস্যজনক আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।   সোমবার ভোর ৫টার দিকে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডের সূর্যের হাসি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে মোহাম্মদ মাসুদের ফার্নিচারের দোকান, মোহাম্মদ নাজিমের ফার্নিচারের দোকান, মোঃ এখলাচের ওয়ার্কশপ, মোঃ ইরফানের ফুলের দোকান, মোঃ আরিফের ফার্নিচারের দোকান, মোঃ ইলিয়াসের ফুলের দোকান, ও সিরাজুল ইসলামের মরিচের মিল পুড়ে ছাই হয়। এতে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তদের দাবি। তবে এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

জানা গেছে, পটিয়া পৌর সদরের বৈলতলী রোডের সূর্যের হাসি ক্লিনিক এলাকায় সোমবার ভোরে রহস্যজনক আগুনে ৭টি দোকান পুড়ে যায়। দোকানের ভিতরে কেউ না থাকায় আগুন কিভাবে লেগেছে তা নিয়ে নানা প্রশ্ন। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের টিম ছুটে গেলেও বিদুৎ সংযোগ সচল থাকায় আগুন নেভাতে বিঘ্ন সৃষ্টি হয়। পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো তারা রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। কিভাবে আগুন লেগেছে তা তারা জানেন না। 

তবে পটিয়া ফায়ার সার্ভিসের  ডিউটি অফিসার মোহাম্মদ নাজমুল জানিয়েছেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

আবীর

×