ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সাইফুর সাগর

যত মিটিং করেছেন ততগুলি চোর ধরার কাজ করলেও মানুষ আরেকটু বেশি ভালো থাকতো

প্রকাশিত: ১২:৩০, ৩ মার্চ ২০২৫

যত মিটিং করেছেন ততগুলি চোর ধরার কাজ করলেও মানুষ আরেকটু বেশি ভালো থাকতো

ছবিঃ সংগৃহীত।

চকরিয়া থানার ওসির প্রত্যাহার এবং সেখানকার ডিআইজির বিষয়ে ক্ষোভ জানিয়েছেন ফেস দা পিপলের সম্পাদক সাইফুর সাগর।

আজ ৩ মার্চ (সোমবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে সাইফুর লিখেন, এটাকে সংস্কার বলে? এই জন্য এতো রক্ত দিয়েছে ছাত্র জনতা ?  শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ পান স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই তিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশকে ফোন করে নির্দেশ দেন, ওসি, চকরিয়া থানা। জানো এর ব্যাপারে? তাকে উইথড্র কর। আজকেই উইথড্র কর।

তিনি আরো লিখেন, ডিআইজি জনাব আহসান হাবিব পলাশ সাহেব জি স্যার বলে রেখে দিলেন ফোন কিন্তু কাজ করলেন নিজের মতো।কিসের নির্দেশ আর টিরদেশ। ওই ওসিকে পাশের থানায় পাঠিয়ে দিব্যি রাজার হালে আছেন ডিআইজি সাহেব। ডিআইজি আহসান হাবিব সাহেবকে সবাই অনেক ভদ্র হিসেবে জানেন। কারণ তিনি ঝামেলা পছন্দ করেন না। তাই তিনি জুলাই আগস্টে হাজারও মানুষের হত্যাকাণ্ডের পরে গুরত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পেয়েও শুধুই অফিসিয়াল মিটিংয়ের উপরেই আছেন। বিপ্লব পরবর্তীতে পরিবর্তিত বাংলাদেশকে যেভাবে বিপ্লবী চেতনায় পরিচালনা করার কথা, তা তিনি বেমালুম ভুলে গিয়ে ঠিক আগের মতোই স্বাভাবিক নিয়মেই পুলিশ চালাচ্ছেন। তিনি এতদিন যত মিটিং করেছেন ততগুলি চোর ধরার কাজ করলেও চট্টগ্রাম বিভাগের মানুষ আরেকটু বেশি ভালো থাকতো। এই বিভাগের সবকটি থানার চেহারা বিগত শাসকের আমলের মতো হয়ে গেছে।  থানায় থানায় দালালে ভরে গেছে। রাজনৈতিক দালালদের আড্ডাস্থল হয়ে গেছে থানাগুলো। 

মুহাম্মদ ওমর ফারুক

×