ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সারাদেশে টিসিবির পণ্য মিলবে কবে থেকে জানালেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ০০:৫১, ৩ মার্চ ২০২৫

সারাদেশে টিসিবির পণ্য মিলবে কবে থেকে জানালেন বাণিজ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের জনগণের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী বুধবার (৫ মার্চ) থেকে দেশের ৬৪ জেলায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে। এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রোববার (২ মার্চ) জেলা প্রশাসকদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় বিস্তারিত জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ৬ জেলায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে ৫৬ জেলায় এই কার্যক্রম সম্প্রসারিত হবে, যার মাধ্যমে এক কোটি প্রান্তিক জনগণের কাছে টিসিবির পণ্য পৌঁছানো যাবে।

এ সময় তিনি জানান, ৫৭ লাখ উপকারভোগী স্মার্টকার্ডের মাধ্যমে পণ্য পাবেন। স্মার্টকার্ডের কার্যক্রম যাদের এখনও সম্পন্ন হয়নি, কিন্তু তাদের নাম তালিকাভুক্ত, তারাও পণ্য পাবেন। জেলা প্রশাসকদের প্রতি তিনি আহ্বান জানান, আগামী ১৭ মার্চের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড বিতরণের কাজ সম্পন্ন করতে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×