ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রমজানে বিশেষ আলোচনা সভায় যা বললেন আজহারী

প্রকাশিত: ০০:৪৩, ৩ মার্চ ২০২৫

রমজানে বিশেষ আলোচনা সভায় যা বললেন আজহারী

ড. মিজানুর রহমান আজহারী

পবিত্র রমজানের প্রথম দিনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশেষ ইসলামিক আলোচনা সভায় অংশ নেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। 'রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস' শীর্ষক এই অনুষ্ঠানটি বাংলাদেশের মুসলিম কমিউনিটি আয়োজিত হয়। কুয়ালালামপুরের কোরাস হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী।

ড. মিজানুর রহমান আজহারী তার আলোচনায় কোরআনের সূরা আদ-দুহা এর তাফসির তুলে ধরেন, যেখানে আল্লাহ তায়ালার করুণা, পথনির্দেশনা এবং নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসার গভীর বার্তা প্রকাশিত হয়েছে। তিনি কোরআনের আলোকে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করেন।

রমজানের মাহাত্ম্য এবং আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ড. মিজানুর রহমান আজহারী দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য শান্তি, কল্যাণ এবং উন্নতির দোয়া করেন।

আশিক

সম্পর্কিত বিষয়:

×