ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ফারুকীর মতো নব্য ফ্যাসিস্ট পদত্যাগ না করলে শিল্প-সংস্কৃতি ধ্বংস হবে: প্রতিবাদ সভায় বক্তারা

প্রকাশিত: ২২:২১, ২ মার্চ ২০২৫; আপডেট: ২২:২৬, ২ মার্চ ২০২৫

ফারুকীর মতো নব্য ফ্যাসিস্ট পদত্যাগ না করলে শিল্প-সংস্কৃতি ধ্বংস হবে: প্রতিবাদ সভায় বক্তারা

ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পর আজ রবিবার (২ মার্চ) বিক্ষুব্ধ শিক্ষার্থী-শিল্পী-নাগরিকবৃন্দের উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে।

গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা, আমলাতন্ত্রের সাথে আপোষ না, শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিত করো’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদসভায় বক্তারা সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে পুনর্বহালের দাবি জানান।

প্রতিবাদ সভায় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বর্তমান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ‘নব্য ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়ে বলেন, “ফারুকী পদত্যাগ না করলে শিল্প-সংস্কৃতি ধবংস হয়ে যাবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের কাছে তিনি কোনো টাকা চাননি সেই প্রমাণও ফারুকীকে দিতে হবে।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে অনৈতিক আবদার, অযাচিত হস্তক্ষেপ ও অসহযোগিতার অভিযোগ এনে এখানে বক্তৃতা প্রদান করেন সংবাদকর্মী সাখাওয়াত ফাহাদ, শিক্ষার্থী ও নাট্যকর্মী আল মামুন, ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম এপিন, আলোকচিত্রী ও নাট্যকর্মী মরিয়ম রূপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি, নাট্যকর্মী রিয়াসাত সালেকিন, লেখক সায়রাত সালেকিনসহ প্রমুখ।

বক্তারা বলেন, “মোস্তফা সরয়ার ফারুকীর মতো নব্য দুর্নীতিবাজ ও নব্য ফ্যাসিস্টদের ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি। ক্ষমতার মসনদে বসে ফারুকীরা টেবিলের নিচ দিয়ে অনৈতিকভাবে চাঁদা দাবি করবেন, সেজন্যও জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেননি।”

বক্তারা আরও বলেন, “শিল্পকলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠান নিয়েও আমলাতান্ত্রিক পথে হাঁটছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা ফারুকী সিন্ডিকেট করে চলচ্চিত্র শিল্প ধ্বংসের পর বর্তমানে আবহমান বাংলার শিল্প-সংস্কৃতি ধ্বংসে করার পাঁয়তারা করছেন। ফারুকীকে অপসারণ করা না হলে দেশের শিল্প সংস্কৃতি দিনে দিনে আরো ধবংশের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।”

ফারুকীর একটি নাটক ‘৪২০’র উদাহরণ টেনে এসময় বক্তারা বলেন, “তার নাটক ফোর টুয়েন্টির মতো ফারুকী নিজেও একজন ফোর টুয়েন্টি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ।”

অবিলম্বে ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে এবং সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমিতে পুনর্বহাল করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা

রাকিব

×