ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আসিফ সৈকত

বাচ্চাদের পবিত্র রক্ত নিয়া এই নোংরামো না করলেও পারতেন ! 

প্রকাশিত: ২২:১১, ২ মার্চ ২০২৫

বাচ্চাদের পবিত্র রক্ত নিয়া এই নোংরামো না করলেও পারতেন ! 

ছবিঃ সংগৃহীত।

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, কোটা আন্দোলনে শহীদদের পরিবার গত রমজানে একসাথে সেহেরি করলো , এই রমজানে তাদের অনুপস্থিতি তাদের পরিবারের সদস্যদের কতটা কষ্ট দিচ্ছে ! আজকে হয়তো ইফতারে সকল শহীদের মা হাউমাউ করে কাঁদবে । অনেক মা তার পুরোনো শাড়িতে চোখ মুছবেন, অনেক মা ইফতারের খাবার মুখে না নিয়ে জানালা দিয়ে আকাশে তাকিয়ে থাকবেন । সmokamiতা , ইস/লাম বিদ্বেষ স্টাবলিশ করবেন - এই কথা গুলা আগে বলা উচিত ছিলো , বাচ্চাদের পবিত্র রক্ত নিয়া এই জ্জঘণ্য নোংরামো না করলেও পারতেন ! আমরা যেনো শহীদদের ভুলে না যাই ।

মুহাম্মদ ওমর ফারুক

×