ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবার কোটার সুবিধা পাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৩, ২ মার্চ ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবার কোটার সুবিধা পাবেন

ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সন্তানদের জন্যও অন্তর্বর্তীকালীন সরকার সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে ।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

আদেশে আরও জানানো হয়, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনও অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

সূত্র: https://tinyurl.com/yz3umn7z

এমটি

×