ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সারোয়ার তুষার

আওয়ামী লীগ পলাতক দল, তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট

প্রকাশিত: ১৭:৫৩, ২ মার্চ ২০২৫; আপডেট: ০০:১৬, ৩ মার্চ ২০২৫

আওয়ামী লীগ পলাতক দল, তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট

ছবি:সংগৃহীত

সম্প্রতি সমন্বয়ক সারজিস আলম তাঁর ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, "জাতীয় নাগরিক পার্টি (NCP) 'র একজন সম্পদ নরসিংদীর সারোয়ার তুষার ভাই। তিনি আমাদের দলের যুগ্ম আহবায়ক। তরুণ প্রজন্মের এমন শতশত আইকনদের নিয়ে শুরু হয়েছে আমাদের রাজনৈতিক লড়াই"। 

তিনি আরও বলেন, "ধীরে ধীরে সেই আইকনদেরকে বাংলাদেশের সামনে তুলে ধরবো। দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে, ইনশাআল্লাহ"।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন উল্লেখ্য পোস্টের সাথে। ভিডিওতে সারোয়ার তুষার বলেন, যারা সবসময় আমাদের রাজনীতি নিয়ে জ্ঞান দেয়, তারা একসময় স্বৈরশাসক এরশাদকে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। অথচ এখন তারা বলছে, শেখ হাসিনাকে সুযোগ দিতে হবে, আওয়ামী লীগ নির্বাচন করুক, আর জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বা নিবন্ধন বাতিলের দাবি করা যাবে না!

সারোয়ার তুষার আরও বলেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে রায় স্পষ্ট—এটি একটি পলাতক দল। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং এখন প্রকাশ্যে ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। অথচ আমাদের আবারও নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না?"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/165Lie6Vik/

মারিয়া

×