ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না: মীর স্নিগ্ধ

প্রকাশিত: ১৭:৪০, ২ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৩, ২ মার্চ ২০২৫

আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না: মীর স্নিগ্ধ

ছবি: সংগৃহীত

‘আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না’, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একথা লিখে একটি পোস্ট শেয়ার করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ।

আজ রবিবার (২ মার্চ) প্রথম রোজার দিন বিকেলে নিজের ফেসবুক এ্যাকাউন্ট থেকে আবেগঘন এই পোস্টটি শেয়ার করেছেন তিনি।

স্নিগ্ধ তার পোস্টে লেখেন, “সবাই পোস্ট দিচ্ছে,'ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার! আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না।”

রজমানের বিগত দিনগুলোর স্মৃতিচারণ করে স্নিগ্ধ আরও লেখেন, “বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো। মুগ্ধর সামনেই আমরা কতো  ক্ষেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই।”

জুলাই অভ্যুত্থানে ভাই হারনো স্নিগ্ধ তার মায়ের অনুভূতি প্রকাশে বলেন, “আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না।”

সবাইকে রমজান মোবারক জানিয়ে অভ্যুত্থানে সব শহীদের আত্মার শান্তি কামনা করে স্নিগ্ধ আরও লেখেন, “হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না।”

রাকিব

×