ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আমার পরিবার বুলিংয়ের শিকার হবে জানলে, এই চাকরি নিতাম না: প্রেস সচিব

প্রকাশিত: ১৬:৪৮, ২ মার্চ ২০২৫

আমার পরিবার বুলিংয়ের শিকার হবে জানলে, এই চাকরি নিতাম না: প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মুখোমুখি উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। 

উপস্থাপকের একটি প্রশ্ন ছিল, সিস্টেমের ভিতর ঢুকে আসার পরে আমরা দেখেছি যে বুলিং থেকে রেহাই পায়নি আপনার পরিবারের সদস্যরাও। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন কি না আপনি?

জবাবে প্রেস সচিব বলেন, এই বিষয়টা আমার কাছে খুবই নতুন, আমি যদি জানতাম এই চাকরির জন্য আমার পরিবার এফেক্টেড হবে, আমি এই চাকরি নিতামই না। আমার দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্থ হোক সেটা আমি চাইনা। উপকার করেছি অনেকেরই খোঁজ নিয়ে জানতে পারবেন। কিন্ত কখনো ক্ষতি করি নাই কারো। 

তিনি বলেন, পতিত স্বৈরাচার যেভাবে অন্যায়-অত্যাচার করেছে, সেটা তো আমাদের বলতে হবে। যখন এইসব বলতে যাই তখন স্বৈরাচারের সমর্থকরা টার্গেট করে আমাকে ও আনার পরিবারকে। এতে তাদের কী লাভ তারাই জানে, তবে আমি খুব কাছ থেকে দেখতে পেলাম তারা কেমন নিকৃষ্ট মানসিকতার।

আমার পরিবার ও কাছের মানুষদের আমি সবাইকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছি। কারণ আমার কাছে থাকলেই তাদের ক্ষতি এখন। আমি আত্মীয়স্বজনের বাসায় যাওয়াও বন্ধ করে দিয়েছি। আমার জন্য কারো ক্ষতি হোক আমি চাইনা।

 

সূত্রঃ https://youtu.be/GP0TVsGnKtw?si=1m-eQj-D4X3htlFl

রিফাত

×