ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি, যা বললেন প্রেস সচিব

প্রকাশিত: ০০:৩৫, ২ মার্চ ২০২৫

নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি, যা বললেন প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করার বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল নেই। তিনি স্পষ্টভাবে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘটনায় কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) সরকারি বাস রিকুইজিশনে সহায়তা করেছেন এবং এতে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই বাসগুলো রিকুইজিশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের কোনো আর্থিক সংযোগ নেই এবং এটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হয়েছে।

পিরোজপুরের ডিসি আশরাফুল আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্রদল ও নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের অনুরোধ জানায়। সেই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারও প্রশাসনের কাছে আবেদন করে। এই চাপের মুখে প্রশাসন পাঁচটি বাস রিকুইজিশনের প্রক্রিয়ায় সহায়তা করলেও, বাসগুলোর তেল বা যাতায়াতের খরচ সরকার বহন করেনি এবং প্রশাসন সরাসরি কোনো মনিটরিং করেনি।

প্রেস সচিব আরও জানান, বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গেও আলোচনা করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সরকারের ভূমিকা হলো সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তবে নির্বাচন কমিশন আগেই রোডম্যাপ ঘোষণা করেছে। সব রাজনৈতিক দল চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর যদি তারা আরও কিছু সংস্কারের প্রয়োজন মনে করে, তাহলে তা আরও তিন মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে এপ্রিলের পর বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে যাবে।

এছাড়া সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদার করতে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশের টহলও বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি আশা প্রকাশ করেন, রমজানজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

ভিডিও দেখুন: https://youtu.be/yHNpyK4hGgY?si=DOkhlNJ73wrEvCth

এম.কে.

×